ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে আজ জেলার সদর উপজেলার কাউগা মোড় এলাকায় তেল বোঝাই ট্যাংক
লরি রাস্তার পাশের চায়ের দোকানে চাপা দিলে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দিনাজপুর জেলা শহরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে আজহার আলী (৫৮) ও
জেলা শহরের কাউগা হাটখোলা গ্রামের আকবর আলীর ছেলে রানা (২৫)।
আজ সকাল ১১টার দিকে তেল বোঝাই ট্যাঙ্ক লরিটি রাস্তার পাশের একটি চায়ের দোকানে ধাক্কা মারলে এই
দুর্ঘটনা ঘটে যখন এর চালক স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং
চারজন আহত হয়, অফিসার ইনচার্জ (ওসি) কোতয়ালী থানার ওসি) ফরিদ হোসেন মো.
আহতদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের মধ্যে একজন
মারা যায়, তিনি বলেন।
এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল থেকে ট্যাংক লরির চালক ও হেলপারকে আটক করেছে বলেও জানান ওসি।
এ ব্যাপারে মামলা হয়েছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত