আর্জেন্টিনার ফুটবল ইউটিউবার-কাণ্ডে বেটিংয়ের গন্ধ শুঁকছে

আর্জেন্টিনার ফুটবল ইউটিউবার-কাণ্ডে বেটিংয়ের গন্ধ শুঁকছে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ইভান বুহাজেরুক—যিনি ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার হিসেবে ‘এসপ্রিন’ নামে পরিচিত, তাঁকে ম্যাচের জন্য রেইসত্রার একাদশে
দেখেই চমকে উঠেছেন অনেকে। পেশাদার ফুটবলে কোনো অভিজ্ঞতাই নেই তাঁর। আনুষ্ঠানিকতার জন্য তাঁকে মাঠে নামিয়ে ৫৯
সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি।আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা গত
সোমবার ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে একজন ইউটিউবারকে মাঠে নামিয়েছিল।

ইউটিউবে বুহাজেরুকের অনুসারীসংখ্যা ৭০ লাখ। তাঁর মাঠে নামার বিষয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
সরকারি কৌঁসুলিদের অফিস থেকে বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার
ইভান বুহাজেরুক অবৈধ প্ল্যাটফর্মে জুয়াড়িদের আকৃষ্ট করতে চেয়েছিলেন কি না, সে বিষয়ে মামলা চালু করে তদন্ত শুরু করেছে
অবৈধ বাজি নিয়ে কাজ করা কৌঁসুলিদের অফিস।’
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নিজেদের নৈতিকতা ট্রাইব্যুনালের মাধ্যমে তারাও এ নিয়ে তদন্ত শুরু
করেছেন। এই ইউটিউবার ও ইনফ্লয়েন্সারকে মাঠে নামানোর মাধ্যমে ‘আর্জেন্টিনা ফুটবলের নৈতিকতা ও সুনামহানির চেষ্টা করা
হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে চায় এএফএ।
রেইসত্রা অবশ্য তাদের এই কর্মকাণ্ডে ‘যারা মনঃক্ষুণ্ন হয়েছেন’, তাদের প্রতি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে
এই বিপণন কৌশল অনেক নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ভেলেজ কিংবা
আর্জেন্টাইন ফুটবলকে আমরা কোনোভাবেই ছোট করতে চাইনি।’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *