ছবি: অনলাইন থেকে সংগৃহীত
১২ বছরের অভিনয়জীবনে সব সময় নতুন নতুন চরিত্র উপহার দিয়েছেন আলিয়া ভাট। গত অক্টোবরে মুক্তি পাওয়া ছবিটি বক্স
অফিসে তেমন সফলতা দেখাতে না পারলেও দারুণ প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘জিগরাতে’ও
তাঁকে ‘সত্যা’ নামের এক দাপুটে নারীর চরিত্রে দেখা গেছে। বসন বালা পরিচালিত ছবিটিতে আলিয়াকে জমিয়ে অ্যাকশন করতেও
দেখা গেছে। সব মিলিয়ে এ ধরনের চরিত্রে তাঁকে আগে দেখা যায়নি।
আমি চাই নিজের স্বচ্ছন্দের দুনিয়া থেকে বের হয়ে নতুন কিছু করতে। জিগরা ছবিতে “সত্যা”র চরিত্রটা অনেকটা এ রকমই। ছবিতে
সে তার ভাইকে রক্ষা করতে যেকোনো কিছু করতে পারে। আর অ্যাকশন খুবই চ্যালেঞ্জিং ও মজার ছিল।’
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘প্রতিটি ছবিতে আমার চেষ্টা থাকে যে এবার নতুন কী করব। একজন অভিনেত্রী
হিসেবে নিজেকে নতুন কী চ্যালেঞ্জ জানাব, এটাই আমার মাথায় ঘোরে।
একজন অভিনেত্রী হিসেবে আলিয়াকে তাঁর অভিনীত কোন চরিত্র বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে, জানতে চাইলে অভিনেত্রীর
জবাব, ‘একটা চরিত্র বেছে নেওয়া মুশকিল।
প্রতিটি চরিত্রেরই একটা আলাদা চ্যালেঞ্জ ও উত্তেজনা থাকে। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’–তে গাঙ্গুবাইয়ের আছে তার গভীরতা ও
নির্ভীকতা, গালি বয়–এ ওই জগতের অংশ হয়ে ওঠা, ডার্লিংস–এ বদরুন্নিসার প্রতি সহানুভূতিশীল হওয়া, কিংবা ফ্লোরে থাকা
আলফায় আছে উচ্চস্তরের অ্যাকশন।
একটা ভালো দিক যে আমার অভিনীত কোনো চরিত্রের মধ্যে কোনো মিল নেই। আশা করি, আগামী দিনেও আমি এ ধারা বজায় রেখে
চলব।’
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম অভিনেত্রী হতে চলেছেন আলিয়া। তাঁর সঙ্গে আছেন অভিনেত্রী শর্বরী বাগ। ছবিতে
এই দুই অভিনেত্রীকে জমিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। আগামী ছবি ‘আলফা’র শুটিংয়ে ব্যস্ত এখন আলিয়া। এটি যশ রাজ
ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী স্পাইপ্রধান ছবি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত