ছবি: অনলাইন থেকে সংগৃহীত
২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী আগে কয়েকটি সিনেমা, সিরিজ করেছেন। ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’-এ তাঁকে
দেখা গেছে। তবে প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র নেটফ্লিক্সের সিরিজ ‘ফার্স্ট কিল’। সারাহ আশা করছেন, ক্রুয়েল ইনটেনশনস তাঁর
ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল রজার কাম্বলের ‘ক্রুয়েল ইনটেনশনস’। টিন রোমান্টিক ড্রামা সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য
পেয়েছিল। এই সিনেমা অবলম্বনে ২১ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিরিজ ‘ক্রুয়েল ইনটেনশনস’। আট
পর্বের সিরিজটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে ‘ক্যারোলিন’ চরিত্রে নজর কেড়েছেন সারাহ ক্যাথেরিন হুক।
অনেক দিন ধরেই ‘ক্রুয়েল ইনটেনশনস’ অবলম্বনে সিরিজ নির্মাণের আলাপ চলছিল। ২০১৫ সালে প্রথম উদ্যোগ নেয় এনবিসি।
নানা ঝামেলায় সে উদ্যোগ আর পরে এগোয়নি। ২০২১ সালে এই সিরিজ নির্মাণের কথা জানায় অ্যামাজন স্টুডিও। শেষ পর্যন্ত গত
বছর শুরু হয় শুটিং। সিনেমাটি ছিল স্কুলশিক্ষার্থীদের গল্প, সিরিজের প্রেক্ষাপট বিশ্ববিদ্যালয়। সমালোচকেরা বলছেন, সিরিজ
হিসেবে এটি নতুন কিছু যোগ করতে পারেনি। তবে অভিনেত্রী হিসেবে নতুন পথ খুঁজে পেয়েছেন সারাহ ক্যাথেরিন হুক।
পিপল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিনেমাটি আমার খুব প্রিয়। বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশিবার মনে হয় এই
সিনেমা দেখা হয়েছে। সেই সিনেমা অবলম্বনে নির্মিত সিরিজে সুযোগ পাওয়া অবিশ্বাস্য।’
তবে এমন সিরিজে কাজ করা নিয়ে আলাদা রোমাঞ্চ থাকলেও সেটা তাঁর ওপর বাড়তি চাপ তৈরি করেনি বলেও মন্তব্য করেন সারাহ।
তাঁর ভাষ্য, ‘আমি নিজের মতো করে করেছি। কপি-পেস্টের কোনো ব্যাপার এখানে নেই। চরিত্রটি নিয়ে আমার নিজের একটা দর্শন
আছে, সেটাও পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
ওয়েব সিরিজ ‘ক্রুয়েল ইনটেনশনস’-এ সারাহ ছাড়া আরও অভিনয় করেছেন জ্যাক বাগার্স, সেভানা লি স্মিথ। এটি নির্মাণ করেছেন
ফোবে ফিশার ও সারা গুডম্যান।
এরই মধ্যে জানা গেছে, এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মৌসুমে দেখা যাবে তাঁকে। এই সিরিজের হাত
ধরে নতুন নতুন পথ খুলে যাচ্ছে সারাহর সামনে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত