ছবি: অনলাইন থেকে সংগৃহীত
‘দুষ্টু কোকিল’ ঈদে বড়পর্দায় মুক্তি পাওয়া ‘তুফান’ এর অন্যতম গান! ধামাকা সৃষ্টি করেছে শাকিব-
মিমির ‘দুষ্টু কোকিল’।বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে গানটি। শাকিবের ‘তুফান সিনেমাটি সোমবার
(১৭ জুন) মুক্তি পেলেও ‘দুষ্টু কোকিল’ গানটি মুক্তি পায় বৃহস্পতিবার (২০ জুন)। মুক্তি পাওয়ার দুইদিনের মাথায়
শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় মিউজিক ভিডিওটি।
রোববার সকাল পর্যন্ত ইউটিউবে গানটি ৬৫ লক্ষ বার দেখেছে দর্শকরা।
বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা এই আইটেম সং ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়।
ইতোমধ্যে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১০ হাজারের বেশি। এর আগে ‘দুষ্টু কোকিল’ এর এক ঝলক প্রকাশ করা হয়
নেটমাধ্যমে। তাতে দর্শকের সাড়া দেখে আঁচ করা গিয়েছিল যে গানটি বাজিমাত করবে।
এর আগে ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে।
মোটামুটি অনুমেয়ই ছিল যে গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর,
কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।
‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের
বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। ‘তুফান’ এ সব শিল্পী সেরাটা দিয়েই
অভিনয় করেছেন। নাবিলার এত সহজ-সুন্দর, স্বাভাবিক অভিনয় দর্শকের নজর কেড়েছে। ফজলুর রহমান বাবু, মিশা
সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। মিমি চক্রবর্তী ছিলেন বিশেষ আকর্ষণ। দুইটি গানেই তার
প্রমাণ দেখিয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে ‘তুফান’ মাইলফলক হয়ে গেল; এমনটাই মনে করছেন দর্শকরা।
আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা। ‘দুষ্টু কোকিল’-এর জনপ্রিয়তা নিয়ে কনা
বলেন, ‘গানের ভিউ দিয়ে কখনোই ভালো গান-মন্দ গান বিচার করা যায় না। কিন্তু ‘দুষ্টু কোকিল’ শুধু ভিউ নয়, মানুষের
মনেও জায়গা করতে পেরেছে এটি আমার খুব ভালো লাগছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত