ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কাজ করছে বিটিআরসি- চেয়ারম্যান

ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কাজ করছে বিটিআরসি- চেয়ারম্যান

ছবি: অনলাইন থেকে সংগৃহীত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেছেন, দেশে ডিজিটাল সেবা সম্প্রসারণের লক্ষ্যে নিয়ন্ত্রক কমিশন ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কাজ করছে।

ইন্টারনেট ব্যবহারের মূল্য পানির মতো কম হওয়া উচিত। ডিজিটাল সেবা নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে হবে। আমরা এই লক্ষ্যে কাজ করছি- তিনি বলেন।

সোমবার ঢাকার তেজগাঁও এলাকায় এক গোলটেবিল আলোচনায় বিটিআরসি চেয়ারম্যান বলেন, দেশের টেলিযোগাযোগ খাতে কোনো একচেটিয়া ব্যবসা চলতে দেওয়া হবে না।

যে কোনো কোম্পানি এই খাতে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তা।

তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *