ইবি গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

ইবি গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আজ সোমবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২৭তম অ্যাকাডেমি কাউন্সিল সভায় (ইবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের
ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমি কাউন্সিল। বিষয়টি
নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান।
অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সব শিক্ষকের
মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ
অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ডিনসহ সব বিভাগের সভাপতিরা
উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ জানুয়ারি সাধারণ সভায় নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ
প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি। নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার কারণ জানতে চাইলে তিনি
বলেন, ‘দীর্ঘসূত্রতা, আর্থিক অসচ্ছলতা, এমনকি গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিতে নিতে প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক
সেমিস্টার কিংবা আরও বেশি সময় বিলম্ব হয়ে যায়।’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *