ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ শোক দিবস
পালন করবে।
মঙ্গলবার (২১ মে) বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ উপলক্ষে বৃহস্পতিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-
বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যদের সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি
কুয়াশাচ্ছন্ন, পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর মৃত অবস্থায় পাওয়া গেছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত