ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পদ্মানদীতে অভিযান
চালিয়ে ৩২ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
শিবচর উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ও ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার
সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের
দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা
অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজী, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩
মাস বয়সী বলে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, সোমবার সারাদিন অভিযান চালিয়ে
৩২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এর আগে গত শনিবার ও রোববার মোট ৮০ হাজার মিটার জাল জব্দ
করে প্রশাসন। ইলিশ রক্ষায় অভিযান চলবে।
গত শনিবার রাত ১২টা থেকে আজ রোববার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে
উপজেলা মৎস্য অফিস।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত