ইসরাইলকে ১৪ হাজার ‘ট্যাংক শেল’ দিচ্ছেন বাইডেন বিশেষ ক্ষমতায়

ইসরাইলকে ১৪ হাজার ‘ট্যাংক শেল’ দিচ্ছেন বাইডেন বিশেষ ক্ষমতায়


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
সাধারণত কোনো দেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বা গোলাবারুদ বিক্রি করার আগে, তা কংগ্রেস পর্যালোচনা করে।
এ পর্যালোচনার জন্য ২০ দিন সময় নেয় কংগ্রেস। তবে এই ১৪ হাজার ট্যাংক শেল দেওয়ার জন্য তা না করে
নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করেছেন বাইডেন। 
গাজায় অভিযানরত দখলদার ইসরাইলি বাহিনী এসব গোলা ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষের
বিরুদ্ধে ব্যবহার করবে। মূলত এসব গোলা বড় প্যাকেজের একটি অংশ। 
৫০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ওই প্যাকেজের আওতায় যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলের মেরকাভা ট্যাংকের
জন্য ৪৫ হাজার গোলা দেবে, যা গাজায় চলমান অভিযানে ব্যবহার করবে ইসরাইল।
হামাস কর্তৃক গত ৭ অক্টোবর ইসরাইলে হামলার প্রতিশোধ নিতে গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরাইলি
বাহিনী। চলমান এই অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহত
হয়েছেন ৪৮ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।
প্রসঙ্গত, শুক্রবার গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্থাপিত প্রস্তাবে
ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুদ্ধবিরতির ওই প্রস্তাব আটকে গেছে।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *