ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের পর এবার
ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস।
বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গাজা সংঘাত ইস্যুতে উভয়মুখী চাপে আছে যুক্তরাষ্ট্র। কারণ,
গাজায় ইসরায়েলি বাছবিচারহীন হামলা, পানি-বিদ্যু-জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া, হাসপাতালে
আক্রমণ করার মতো ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ব মহলের চাপ বাড়েছে। তাই বারবার গাজায়
মানবিক যুদ্ধ বিরতির কথা বলছে বাইডেনের প্রশাসন।
যদিও ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়।
অন্যদিকে হামাসের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে যথেষ্ট সহয়তা করতে না পারায় অভিযোগও
আছে বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে।
সেই চাপ কিছুটা কমাতে এবার সিআইএ প্রধান ইসরায়েলের মাটিতে পা রেখেছেন। যদিও এখনো গাজা
সংঘাত তুঙ্গে।
হামাস কিংবা ইসরায়েল কেউই পিছু হটতে রাজি নয়
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত