ছবি: অনলাইন থেকে সংগৃহীত
১৯ জুন থেকে আবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। এ-
সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ জুন) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।পবিত্র জিলহজ মাসের চাঁদ
দেখা যাওয়ায় আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। সে অনুযায়ী এবারও লম্বা ছুটি পাচ্ছেন
সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন তারা। এর আগে ঈদুল ফিতরেও টানা
পাঁচদিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার দু’দিন ছুটি নিলে টানা ৯ দিনের ছুটি পাবেন তারা।
আগামী ১৪-১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন তারা। এর মধ্যে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) থাকবে সরকারি
ছুটি থাকবে। পরের দু’দিন ছুটি নিলে টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেজন্য তাদের ছুটি শুরু হবে ১৪ জুন। এ ছুটি কাটাবেন
১৮ জুন পর্যন্ত। ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর আগের ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। ঢাকায়
আগামী বৃহস্পতিবার অফিস করে কর্মস্থল ত্যাগ করবেন তারা।
ঈদের ছুটির পর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। এ দিন থেকে সকাল ৯টা থেকে বিকেল
৫টা পর্যন্ত অফিস করবেন কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত