ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বৃহস্পতিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসান
নিহত হয়েছেন।
ছাতক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জালাল আহমেদের মতে, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি
ঘটে, এতে হাসান ও অন্য একজনের প্রাণ যায়।
জালাল আহমেদ জানান, অটোরিকশাটি ছাতক-দোয়ারাবাজার সড়কে ছাতক উপজেলার দিকে যাওয়ার সময় একটি বাসের
সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাগল হাসান তার “আসমানে যায়না রে বন্ধু”, “তোরে আমার দিলে ধইরাছে”, “বাবা তোমার দরবারে” এবং “হৃদয়ের
মাঝে” গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত