কারাগারে পাঠানোর দাবি নেতানিয়াহুকে

কারাগারে পাঠানোর দাবি নেতানিয়াহুকে


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে
তেলআবিব। 
শনিবার রাতে হাবিমা স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। সেই সময় তারা দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে
বিচারের মুখোমুখি করা এবং হামাসের হাতে জিম্মি থাকা বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। খবর
আলজাজিরার 
দ্য মিউজিয়াম অব মডার্ন আর্টের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা
বন্দিদের পরিবারের সদস্যরাও ছিলেন। তারা এসব জিম্মিকে মুক্ত করে আনার বিষয়ে জোর দেওয়ার আহ্বান
জানান।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী
সংগঠন হামাস। সেই সময় আরও ২৪০ জনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। 
সম্প্রতি হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ফলে এক সপ্তাহের ওই বিরতিতে বেশ কয়েকজন জিম্মিকে
মুক্তি দেয় হামাস। ইসরাইলও একই সময়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেয়।
তবে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। অপরদিকে ইসরাইলি যুদ্ধবিষয়ক মন্ত্রিসভা
জানিয়েছে যে, বন্দিবিনিময় চুক্তির পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করতে রোববার বৈঠকে বসবে। এসব
খবর সামনে আসার পরেই বিক্ষোভ শুরু হয়।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *