কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত ব্রাহ্মণবাড়িয়ায়

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত ব্রাহ্মণবাড়িয়ায়


ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বণাঢ্য র‍্যালী ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক অভিভাবক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ ।
রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ঢাকা- সিলেট মহাসড়কসহ
ইনস্টিটিউট সংলগ্ন বিভিন্ন সড়ক র‍্যালী প্রদক্ষিণ করে ইনস্টিটিউট চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালী তে উপজেলা নির্বাহী
অফিসার সৈয়দ মাহবুবুল হক, অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদসহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী এবং নানা
শ্রেণি-পেশার লোকজন র‍্যালীতে অংশগ্রহণ করেন।
বেলা ১২টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম
আজাদের সভাপতিত্বে ও ফজলে নূর রব এর সঞ্চালনায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক
বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স টেকনোলজির বিভাগীয় প্রধান মো. সাজিদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, উত্তম কুমার দেবনাথ, মারুফুর রহমান, নিজাম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.
জিয়াদুল হক বাবু, মো. আনোয়ার হোসেন, সাংবাদিক এস এম টিপু চৌধুরী প্রমুখ।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *