কিশোরগঞ্জে একজন জঙ্গি আটক

কিশোরগঞ্জে একজন জঙ্গি আটক


কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চর শোলাকিয়া ঈদগাহ গ্রামে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি
সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কবির হোসেন (২৩) নামে ওই সক্রিয় জঙ্গি সদস্যকে গ্রেফতার করা
হয়।

এসময় তার কাছ থেকে ৩১টি মোবাইল সেট ও প্রচার প্রচারণা ও দাওয়াতি কাজে ব্যবহৃত ১টি ফেসবুক আইডি জব্দ করেছে।
এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃত আসামি কবির হোসেন
আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে যোগাযোগ ও সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি
সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ভার্চুয়াল জগত ব্যবহার করে জিহাদি প্রচারণা, দাওয়াত, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহের
কাজ করে আসছিল। কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় গ্রেফতারকৃত
আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর সদস্য কবির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হবে।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *