ক্লাবে ক্লাবে চোটমুক্তির ‘প্রার্থনা’ সিটি–আর্সেনাল–রিয়াল থেকে বার্সেলোনা

ক্লাবে ক্লাবে চোটমুক্তির ‘প্রার্থনা’ সিটি–আর্সেনাল–রিয়াল থেকে বার্সেলোনা

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ইউরোপের অন্য ক্লাবগুলোর মতো আর্সেনালকেও চোটের কারণে বেশ ভুগতে হচ্ছে। গতকাল রাতেও চেলসির বিপক্ষে ম্যাচ শেষ না
করে মাঠ ছাড়তে দেখা গেছে ডেকলান রাইস ও বুকায়ো সাকাকে। ৩১ আগস্টের পর গতকালই প্রথম ম্যাচ খেলতে দেখা গেছে মার্টিন
ওডেগার্ডকে।
টানা ম্যাচ খেলার চাপে মৌসুমের শুরু থেকে একের পর এক চোটে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্লাবগুলো। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো
এরই মধ্যে হারিয়ে ফেলেছে অনেক তারকা ফুটবলারকে। এর মধ্যে কারও কারও মৌসুমই শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে চোট
থেকে পরিত্রাণের আশায় আর্সেনাল কোচ মিকেল আরতেতা তো প্রার্থনায় বসার কথাও বলেছেন।
নরওয়ের হয়ে খেলার সময় এই চোটে পড়েন ওডেগার্ড। একইভাবে ব্রাজিল দলে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন গাব্রিয়েল
মার্তিনেল্লিও। একই কারণে ইউরিয়েন টিম্বার, টমাস পার্টি, বেন হোয়াইট ও তাকেহিরো তোমিয়াসুকেও পাচ্ছে না গানাররা।
এমন অবস্থায় অন্য কোচদের মতো আরতেতারও বড় ভয়ের নাম আন্তর্জাতিক বিরতি। জাতীয় দলের খেলতে গিয়েই চোটে পড়তে
দেখা যাচ্ছে অনেক খেলোয়াড়কে। ফলে আরেকটি আন্তর্জাতিক বিরতি শুরুর আগমুহূর্তে প্রার্থনার মধ্য দিয়েই যেন পরিত্রাণ
চাইলেন আরতেতা, ‘আমি যেটা প্রার্থনা করছি, সেটা হলো আন্তর্জাতিক বিরতির পর আমরা যেন পুরোপুরিভাবে শারীরিকভাবে
সক্ষম দলটিকে ফিরে পাই। তারা যেন খেলার জন্য প্রস্তুত থাকে এবং সবাই যেন ফিট থাকে। কারণ, আট সপ্তাহ ধরে এটা
আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আছে।’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *