খাদিজা কারামুক্তির ২ ঘণ্টা পরই পরীক্ষায় বসলেন

খাদিজা কারামুক্তির ২ ঘণ্টা পরই পরীক্ষায় বসলেন


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
৪৫০ দিন পর কারাভোগ শেষে মুক্তি পাওয়ার ২ ঘণ্টা পরই পরীক্ষায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
(জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

সোমবার বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেন তিনি। সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি
থাকলেও এক ঘণ্টা পর পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।
এর আগে সোমবার সকাল ৯টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই
মামলায় জামিনে মুক্তি পান খাদিজা। গ্রেফতার হওয়ার এক বছর দুই মাস ২০ দিন পর তিনি মুক্ত হলেন।
এর আগে খাদিজার বোন সিরাজুম মুনিরা বলেন, খুব সকালে আমরা কারাগারে আসি। তার পর সকাল ৯টার
সময় খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু আজ থেকে, এ জন্যই খুব সকালে আসা।
চেষ্টা করব পরীক্ষায় অংশগ্রহণ করানোর।
এর আগে গত বৃহস্পতিবার জামিন পান খাদিজা। জামিনের আদেশ গতকাল রোববার সন্ধ্যার দিকে কারা
কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। কিন্তু গতকাল দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাকে ছাড়াই ফিরে যান স্বজনরা। বৃহস্পতিবার
খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন
আপিল বিভাগ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর
কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেওয়ার পর ২০২২
সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি খাদিজা। গত
১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় হাইকোর্ট তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *