গ্রেফতার দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার আর্থিক তছরুপ, গড়াপেটার অভিযোগ

শেষটা কেমন হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
২০১৫-১৬ সালে রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগও রয়েছে
তাঁদের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার তিন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে।
লনওয়াবো সতসবে, থামি সোলেকিলে এবং এথি এমভালাতি — এই তিন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক তছরুপ এবং ম্যাচ
গড়াপেটার অভিযোগ উঠেছে।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনটি ম্যাচ গড়াপেটা করার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও
কোনও ম্যাচেই গড়াপেটা করা যায়নি বলেও জানা গিয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সতসবে, সোলেকিলে এবং
এমভালাতিকে নির্বাসিত করেছে। আরও চার জন ক্রিকেটার এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এর আগে
জেলে যাওয়া গুলাম বোদি। সেই সঙ্গে নাম জড়িয়েছে জিন সিমস, পুমি মাতশিকউয়ি এবং আলভিরো পিটারসেনের। তাঁরা সকলেই
প্রাক্তন ক্রিকেটার।

২০১৫-১৬ সালে রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে এই
তিন ক্রিকেটারের বিরুদ্ধে। এঁরা ম্যাচ গড়াপেটা করার জন্য টাকা নিয়েছেন এবং অনেককে টাকা দিতে চেয়েছেন বলেও অভিযোগ
রয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশের একটি শাখা, যারা হক নামে পরিচিত, তারা তদন্ত শুরু করেছে।
তদন্তকারী আধিকারিকদের প্রধান লেফটেন্যান্ট জেনেরাল গডফ্রে লেবেয়া বলেছেন, “ম্যাচ গড়াপেটার মতো ঘটনা খেলার
স্বচ্ছতা নষ্ট করে দেয়। আমরা চেষ্টা করব সেই স্বচ্ছতা ফিরিয়ে আনতে। এমন ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও
আমাদের পাশে রয়েছে। তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে।”

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *