ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে কেন্দ্র করে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে চঞ্চল চৌধুরী প্রথমবার
ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় অভিনয় করেছেন । ‘পদাতিক’ বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের
জীবনীকে কেন্দ্র করে নির্মিত এ ছবি সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।
আগামী ১৫ আগস্ট ভারতে মুক্তি পাবে পদাতিক। বুধবার (৩ জুলাই) সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সৃজিত
মুখার্জি। সৃজিত মুখার্জি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।
চঞ্চল বলেন, মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।
চঞ্চল চৌধুরী আরও বলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে
হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে
না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।
বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক অপেক্ষার পর পদাতিক আসছে। দর্শকদের
মতো আমিও অপেক্ষায় ছিলাম। এবার প্রেক্ষাগৃহে সবাই দেখতে পারবেন।’
সৃজিত মুখার্জীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, সৃজিত মুখার্জি এর আগে তার বিভিন্ন কাজে প্রতিভার প্রমাণ
দিয়েছেন। আমরা নিজেদের কাজগুলো দেখি, পছন্দ করি। সৃজিত গবেষণা ও যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। আমার মনে হয়
এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে। আরও বলেন, ‘মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে
অভিনয় করা আমার জন্য বড় বিষয়। পদাতিক সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের। তিনি যেভাবে
চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি।’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত