চলমান ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

চলমান ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক । বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় এ
প্রতিবেদন লেখা পর্যন্ত এ বৈঠক চলছিল।
বৈঠকে চলমান ইস্যু, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনসহ আরও কিছু বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে বলে একাধিক
সূত্র জানিয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা, বাহাত্তরের সংবিধান বাতিলসহ মঙ্গলবার পাঁচ দফা দাবি
ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
একইসঙ্গে এ সংগঠনের নেতারা জানিয়েছেন ‘আওয়ামী ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূল’ না করা পর্যন্ত তাদের আন্দোলন
চলবে। তবে সংগঠনটির এসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে, মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, যে কেউ যে কোন দাবি জানাতে পারে। কিন্তু সেটা বাস্তবায়ন করতে হলে, সেসব দাবির পেছনে জনসমর্থন কতটা
রয়েছে, সেটা বিবেচনা করতে হবে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *