ছবি: অনলাইন থেকে সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। সাড়ে চার ঘণ্টা
পর দুজনের লাশ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার
বারঘরিয়া চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলো সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহিন আলীর ছেলে হোসাইন (১১) ও একই
গ্রামের আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই। স্থানীয়রা জানান, মায়ের
সঙ্গে নদীতে গোসল করতে এসে হোসাইন পানিতে নেমে তলিয়ে যায়। এ সময় মারুফ হোসাইনকে উদ্ধার করতে
গেলে দুজনেই পানির নিচে একসঙ্গে তলিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে রাজশাহী
থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই
ঘণ্টা অভিযানের পর ডুবুরি দল দুজনের লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, হোসাইন ও মারুফ নামে দুজন মহানন্দা নদীতে
গোসল করতে নেমে নিখোঁজ হয়।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত