ছবি: অনলাইন থেকে সংগৃহীত

ছবি: অনলাইন থেকে সংগৃহীত

মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার মারাঠি ‘পানি’


এক সময়ের বলিউড দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী এখন থিতু হয়েছেন হলিউডে। বলিউডের সিনেমায় জনপ্রিয়তার
চূড়ায় থেকেও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া চলে যান মার্কিন মুলুকে।
এখন প্রিয়াঙ্কা শুধু অভিনেত্রী বা গায়িকা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও বেশ জনপ্রিয়। আসছে ১৮ অক্টোবর
মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত মারাঠি সিনেমা ‘পানি’। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করে সাড়া ফেলেন।
এরপর বেশ কয়েকটি হলিউডের সিনেমায় দেখা যায় সাবেক এই বিশ্বসুন্দরীকে।
‘পানি’ সিনেমায় একদল সাধারণ মানুষের কথা বলা হয়েছে, যারা খরাকবলিত এক গ্রামের বাসিন্দা। সেই গ্রামের
একজন এই সম্যসার সমাধানের জন্য পুরো গ্রামের মানুষদের এক কাতারে নিয়ে আসে। সিনেমাটির মুক্তি
উপলক্ষ্যে সম্প্রতি মার্কিন মুল্লুক থেকে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা। এই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটা
আমার জন্য খুব স্পেশাল। এমন বিষয়ের ওপরে সিনেমা বানানোও কঠিন। একটা মানুষের একার চেষ্টায় কীভাবে
একটি গ্রামের জীবনটাই বদলে গেল, তারই গল্প আছে ছবিতে। সিনেমাটি ২০১৯ সালে পরিবেশ সংরক্ষণের ওপর
তৈরি সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায়। ছবিতে পরিচালনা করেছেন আদিনাথ এম কোঠারে। অভিনয়ে রুচা
বৈদ্য, সুবোধ ভাবে, রজিত কাপুর, কিশোর কদম প্রমুখ। আমাদের প্রোডাকশন দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয়
কাহিনি এবং অসাধারণ প্রতিভাধরদের সামনে নিয়ে আসছে। এই ছবি তারই উদাহরণ। আমি নতুন পরিচালক
আদিনাথের জন্য ভীষণভাবে গর্বিত।’
উনিশ শতকের ক্যারিবিয়ান অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি হবে সিনেমাটি। এখানে একজন মহিলা দস্যুর চরিত্রে
অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ‘তিক্ত অতীত’-এর সূত্র ধরে রহস্যময় এক শক্তি তাঁর পরিবারকে ধ্বংস করতে চায়।
পরিবারকে বাঁচাতে তাঁর মরিয়া চেষ্টা নিয়েই এগিয়েছে গল্প। এজিবিও স্টুডিওজ ও অ্যামাজন এমজিএম স্টুডিওজের
সিনেমাটি পরিচালনা করছেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ার্স। প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন কার্ল আরবান। এ ছাড়াও
প্রিয়াঙ্কার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘টেক্সট ফর ইউ’ এবং
‘মেটরিক্স ৪’। প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত তাঁর পরবর্তী হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর কাজ নিয়ে। সর্বশেষ
প্রিয়াঙ্কাকে দেখা গেছে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেল’। খুব শিগগিরই এই সিরিজের নতুন কিস্তিতে
অভিনয় করবেন।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *