ছবি: অনলাইন থেকে সংগৃহীত
দৈনিক প্রথম আলো পত্রিকার ওপর অবিলম্বে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে বাংলাদেশের ৬০০ জনেরও বেশি বিশিষ্ট ইসলামী
পণ্ডিত ও আলেম এক বিবৃতি দিয়েছেন। দাবি মানা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রথম আলোকে ইসলামী মূল্যবোধ ও জাতির স্বার্থের জন্য ক্ষতিকর
কর্মকাণ্ডের অভিযোগ করা হয়।
পণ্ডিতদের অভিযোগ যে সংবাদপত্রটি বাংলাদেশকে একটি উগ্র, চরমপন্থী এবং ব্যর্থ রাষ্ট্র হিসাবে চিত্রিত করার
প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে যে প্রথম আলো ধারাবাহিকভাবে ধর্মীয় শিক্ষাকে ক্ষুন্ন করেছে, মুসলিম সম্প্রদায়কে
নেতিবাচকভাবে চিত্রিত করেছে এবং ইসলামিক পণ্ডিতদের কার্যকলাপের বিরুদ্ধে “সংবাদ হত্যা” নীতি বাস্তবায়ন করেছে।
তারা বিদেশী এনজিও এজেন্ডা প্রচার করে যা ইসলাম ও বাংলাদেশের বিরোধিতা করে, মুসলিম জনসংখ্যাকে রোধ করার জন্য
প্রচারণা চালায় এবং পারিবারিক কাঠামোকে ক্ষুণ্ন করার জন্য অশ্লীলতা ছড়ায় বলে অভিযোগ করেছে তারা।
পণ্ডিতরা আরও দাবি করেন যে প্রথম আলো মুসলিম বাঙালিদের ঐতিহ্যবাহী ভাষা প্রতিস্থাপনের জন্য একটি
কলকাতাকেন্দ্রিক হিন্দুাইজড বাংলা ভাষা প্রচার করছে। তদুপরি, তারা অভিযোগ করে যে সংবাদপত্রটি পুরুষদের অবদানকে
খাটো করে পুরুষ বিরোধী মনোভাব জাগিয়ে তোলে, পরস্পরবিরোধী প্রতিবেদন দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং শুরু
থেকেই ভারত-পন্থী আউটলেট হিসাবে কাজ করে।
বিবৃতিটি প্রথম আলোকে “ইহুদি-খ্রিস্টান সাম্রাজ্যবাদের এজেন্ট” হিসাবে বর্ণনা করে এবং বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের
বিশ্বাস, সংস্কৃতি এবং অখণ্ডতা রক্ষার জন্য এটি নিষিদ্ধ করার আহ্বান জানায়। সরকার ব্যবস্থা না নিলে ধর্ম ও জাতীয়
স্বার্থ রক্ষায় ব্যাপক বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন আলেমরা।
বিবৃতি প্রদানকারী আলেমদের মধ্যে রয়েছেন- আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী, মুফতি রফিকুন্নবী কাসেমী, মুফতি
আব্দুল জলিল ফরাজী, আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী, মুফতি ওমর ফারুক খলিলী, হাফেজ মাওলানা নুরুল আমিন
জাহানাবাদী, মুফতি আবদুল গাফ্ফার নদভী, প্রিন্সিপাল মাওলানা আজিজুল ইসলাম আল্লামা আজিজুল ইসলাম, মুফতি মাওলানা
আজিজুল হক। যশোরী, হাফেজ মো মাওলানা নুরুল্লাহ ভৈরবী, মুফতি মুহিউদ্দীন তোরোফদার, মাওলানা মামুনুর রশিদ কাসেমী,
হাফেজ মাওলানা আলী হোসাইন খান, মুফতি মোঃ নুরুল ইসলাম, শায়খুল হাদিস মোহাম্মদ জালালুদ্দীন হবিগঞ্জী, মাওলানা
আতাউর রহমান প্রধানিয়া, মাওলানা জুনায়েদ আলী কাসেমী, মাওলানা আব্দুল বারী নূর, মুফতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ। ,
হাফেজ মাওলানা আলী হোসেন আকন, মাওলানা ড জহিরুল ইসলাম হাওলাদার, মুফতি শাহাদাত হোসেন, আল্লামা জিল্লুর রহমান
সিদ্দিকী, মুফতি আব্দুল কুদ্দুস প্রধান, মুফতি সাখাওয়াত হোসেন নাটোরী, মাওলানা আলমগীর হোসাইন, মুফতি নজরুল ইসলাম,
মুফতি সেলিম উদ্দিন, মুফতি ইমরান হোসেন, মুফতি মাহফুজুর রহমান খান, মুফতি সাখাওয়াত হোসেন নাটোরী প্রমুখ। ইসলাম
চৌধুরী, মাওলানা আলিমুজ্জামান, মাওলানা আব্দুল আলিম, মাওলানা ফজলুল হক, মাওলানা গাজী রফিকুল ইসলাম, মাওলানা
লুৎফুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ইসমাইল কাশিমপুরী, ও মুফতি রিয়াদুল করিম খান
প্রমুখ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত