ছবি: অনলাইন থেকে সংগৃহীত
রাজধানীতে রাস্তায় প্রকাশ্যে গৃহবধূর ছিনিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়েছেন
রুবেল নামের এক ছিনতাইকারি। এ সময় ছিনতাই করা অলংকারটি গিলে ফেলায় তাৎক্ষণিক সেটি
উদ্ধার করা যায়নি।
শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের বাসিন্দা সোনিয়া আক্তার স্বামী-সন্তানসহ কেনাকাটার জন্য ঢাকায়
আসেন। মার্কেটে ঢোকার জন্য গুলিস্তানে রাস্তা পার হতে গেলে পেছন থেকে সোনিয়ার ছিনিয়ে নেয়
ছিনতাইকারি। পথচারীদের কয়েকজন তাকে ধাওয়া দিলে পরিস্থিতি বেগতিক দেখে অলংকারটি
গিলে ফেলে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, অলংকার গিলে ফেলায়
অভিযুক্তকে ঢাকা মেডিকেলে নিয়ে এক্সরে করানো হয়েছে। এখন সেটি বের করার প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত