ছবি: অনলাইন থেকে সংগৃহীত
রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) অফিসের সামনে পুলিশের
সতর্ক অবস্থান দেখা গেছে। শনিবার (২ নভেম্বর) ভোর থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জাপার কেন্দ্রীয় কার্যালয় ও
কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এর আগে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র,
শ্রমিক, জনতার ব্যানার। এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ
করে ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি। ফলে সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে দেখা মেলেনি কোনো নেতাকর্মীর। তবে
সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এছাড়া রয়েছে গণমাধ্যম কর্মীদের আনাগোনা।
ডিএমপি বলছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়, শনিবার রাজধানীর পাইওনিয়ার রোড এবং কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার
সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফলে
কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় আজ শনিবার সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশের নিষেধাজ্ঞায় বিক্ষোভ-মিছিল ও
সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত