জুলাই-অগাস্ট অর্থনীতিতেও ভয়ঙ্কর

জুলাই-অগাস্ট অর্থনীতিতেও ভয়ঙ্কর

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আন্দোলন ও সরকার পতনের আগে ও পরের ধ্বংসযজ্ঞ, ক্ষমতার পালাবদলের পর পুলিশহীন দিনগুলোতে নিরাপত্তাহীনতায়
ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়ার মধ্যে বন্যার ভয়াবহতায় অর্থবছরের শুরুটা দেশের অর্থনীতির জন্য ভালো হল না।
সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর
সরকার পতনের পর দ্বিতীয় দফায় গত ২৫ অগাস্ট লুটপাটের পর আগুন দেওয়া হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী
টায়ারস কারখানায়। ৩২ ঘণ্টা পর ছয়তলা ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।
হামিমুর রহমান ওয়ালিউল্লাহ
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে মেট্রোরেলের স্টেশন ভেঙে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন অনেকে; তাণ্ডবে
তছনছ হয়েছে রাজধানীবাসীর যাতায়াতে স্বস্তির বাহন হয়ে ওঠা এ মেট্রোট্রেন।

হামলার সেই দিন ১৮ জুলাই বন্ধ হওয়া মেট্রোট্রেনের চাকা আবার ঘুরেছে ২৫ অগাস্ট। এক মাস সাত দিন পর মেট্রোরেল চালু
হলেও মাঝের দিনগুলোতে যানজটের পুরনো রূপ আবার ফিরেছিল রাজধানীজুড়ে। ভোগান্তির হিসাব বাদ দিলেও এতে যে বিপুল
আর্থিক ক্ষতি হয়েছে সেই তথ্য জানা মুশকিল।

শুধু মেট্রোরেল নয়, বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতিতে ক্ষত তৈরি করা ধ্বংসযজ্ঞের এমন
ঘটনা তখনই শেষ হয়নি। সরকার পতনের পরও নির্বিচার হামলা আর আক্রমণের ঘটনা ঘটে দেশজুড়ে, চলে লুটপাটও।

আন্দোলনের উত্তাল সেসব দিনে বিপুল কর্মহীন সময় অর্থনৈতিক কর্মকাণ্ডকে করেছে ধীর।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *