ঢাকায় গাইতে মঞ্চে আসছেন চার্লি পুথ

ঢাকায় গাইতে মঞ্চে আসছেন চার্লি পুথ


ছবি: অনলাইন থেকে সংগৃহীত
নতুন বছর আমেরিকান গায়ক চার্লি পুথ মঞ্চে আগুন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।কয়েক বছর আগেও ইউটিউবে
সর্বাধিক ভিউপ্রাপ্ত গান ছিল ‘সি ইউ অ্যাগেইন’। ২০১৫ সালের সিনেমা ‘ফিউরিয়াস ৭’র গান এটি। গেয়েছেন উইজ খলিফা
ও চার্লি পুথ। বন্ধুত্বের গল্পে তৈরি করা এই গান বিশ্বজুড়ে জনপ্রিয়। আর সেই গানেরই শিল্পী চার্লি এবার আসছেন ঢাকায়,
গাইতে। ‘মনোযোগ’ খ্যাত এই গায়ক ফেব্রুয়ারিতে বাংলাদেশে পারফর্ম করার কথা রয়েছে যা সর্বকালের সবচেয়ে বড়
কনসার্ট হওয়ার প্রতিশ্রুতি দেয়।
আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার মঞ্চে উঠবেন মার্কিন সংগীতশিল্পী চার্লি পুথ। এমনটাই নিশ্চিত করলো সিলভারলাইন ইভেন্টস
নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে তারা কনসার্টটির প্রচারণা শুরু করে দিয়েছে।
সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে
যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি
তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘চার্লি পুথ আমাদেরকে ফেব্রুয়ারি মাসের একটি তারিখ দিয়েছেন। তার দেওয়া শিডিউল অনুযায়ীই
আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। কনসার্টটি আয়োজনের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল আমাদের
পছন্দের তালিকায় রেখেছি।’
সিলভার লাইন ইভেন্টস-এর মার্কেটিং বিভাগের তামজিদ আলম বলেন, ‘চার্লি পুথ বাদেও এই কনসার্টে আমরা দেশের আরও
দুইজন সংগীতশিল্পীকে রাখতে চাচ্ছি। তাদের সঙ্গে কথাবার্তা চলছে।তারা হলেন গায়িকা জেফার ও গায়ক তানভীর ইভান।
প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস প্রতিনিধি পূজা বললেন, ‘চার্লি পুথের সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র হয়ে গেছে।
জানুয়ারির মাঝামাঝিতে আমরা তার একটি ভিডিও বার্তা প্রচার করবো। যেহেতু এটা তার সলো ট্যুর না, আমাদের
আয়োজনে আলাদা ইভেন্ট। তাই তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কোনও পোস্ট দিচ্ছেন না; আমরাই তার ভিডিও বার্তা
দেবো।’
‘চার্লি পুথ লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট শুরু হবে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। এর এক ঘণ্টা আগে খোলা হবে ভেন্যুর
প্রবেশদ্বার। যদিও চূড়ান্ত নয়, তবে বসুন্ধরা কনভেনশন সিটির এক্সপো জোনে কনসার্ট হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) থেকেই টিকিট প্ল্যাটফর্ম খুলে দেওয়ার কথা ছিল। তবে কারিগরি জটিলতায় সেটা সম্ভব হয়নি।
সিলভারলাইন প্রতিনিধি পূজা জানালেন, দু’একদিনের মধ্যেই টিকিট পাওয়া যাবে।
চার্লি পুথ একাধারে একজন গায়ক, গীতিকার ও সংগীত প্রযোজক। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘উই ডোন্ট টক
অ্যানিমোর’, ‘অ্যাটেনশন’, ‘হা
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *