ছবি: অনলাইন থেকে সংগৃহীত
শুরু হয়েছে ৯ দিনব্যাপী ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবে অভিনেত্রী নওশাবা আহমেদ
অভিনীত তিনটি সিনেমা প্রদর্শিত হবে। সিনেমাগুলো হলো ‘স্যালভেশন অফ ট্রি’,‘ছুরত’ ও ‘সম্পর্ক’।
চলচ্চিত্র উৎসবে ‘স্পিরিচুয়াল’ বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘স্যালভেশন অফ ট্রি’। যেটি আগামী ২৩ জানুয়ারি বিকেল ৫টায়
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। এতে
অভিনয় করেছেন নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণ, মহিউদ্দিন সাইফুল্লাহ, লামিয়া খান কথা প্রমুখ।
একই দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ছুরত’। সিনেমাটি নির্মাণ করেছেন গোলাম রাব্বানী। এই ছবিটিও একই বিভাগে বিকেল
৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে দেখানো হবে। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ছবির বিভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা। নিরীক্ষাধর্মী চলচ্চিত্রটিতে সংলাপ
থাকলেও আছে দুটি গান ও আবহসংগীত। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক রকম মনমানসিকতা
নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর
আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে
চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।’
এ ছাড়া প্রদর্শিত হবে রাশেদ মানিকের সিনেমা ‘সম্পর্ক’। আগামী ২৫ জানুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা এবং
নৃত্যশালা মিলনায়তনে বিকেল ৫টায় দেখা যাবে সিনেমাটি। এটি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে।
একই উৎসবে তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে, এ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী নওশাবা আহমেদ বলেন, ‘ভীষণ ভালো তো
লাগছেই। আমি একটু অবাকও হয়েছি। ছবিগুলো তো ভিন্ন ভিন্ন সময়ে করেছি। তখন তো চিন্তাও করিনি একই উৎসবে
তিনটি ছবি একসঙ্গে দেখানো হবে। একটা চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্রের মিল নেই। সেই জায়গা থেকে তিনভাবে তিন
ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখতে পারবে। এটা খুব অন্য রকম অনুভূতি। আমাকে নিয়ে তরুণ নির্মাতাদের এই যে
ভাবনা, তারা যে ভিন্নভাবে আমাকে দেখানোর সাহস করেছেন, এটা খুবই ভালো লাগার।’
৯ দিনব্যাপী এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন ঢাকার জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি,
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরেন সার্ভিস একাডেমিতে বিনা মূল্যে দেশি ও বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন
দর্শকরা।
এবারের আয়োজনে ৭৪টি দেশের ২৫২টি ছবি দেখানো হবে এবার। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও
স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র থাকছে ৭১টি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত