ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। শনিবার ছবিটির পোস্টার উন্মোচন
করেন পরিচালক রায়হান রাফি।
পোস্টারে শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে কলকাতার অভিনেতা মিমি চক্রবর্তীকে।
এর আগে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহান, পায়েল,
সায়ন্তিকা ব্যানার্জীসহ প্রায় সব জনপ্রিয় অভিনেতারা। এবার সেই তালিকায় যোগ দিলেন মিমি চক্রবর্তী।
প্রকাশিত পোস্টারে শাকিবের সিরিয়াস লুকের সঙ্গে মিমির গর্জিয়াস লুক নজর কেড়েছে! পোস্টারটি অনলাইনে আসতেই তা
ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী,
নাবিলা, মিশা স্বদাগর, যীশু সেনগুপ্তসহ আরও অনেকে।
গত সপ্তাহে রায়হান রাফি ছবিটির প্রথম টিজার প্রকাশ করেন। গ্যাংস্টার হিসেবে শাকিবের নিবিড় চিত্রায়ন এবং টিজারে
তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত