ওয়া্র্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট কে ঘিরে আমেরিকার নানা শহরের প্রবাসীরা ফ্লোরিডামুখি। নানা আয়োজনের শেষ প্রস্তুুতি চলছে।
সুভেনীর এর কাজ শেষ, স্টল ও নানা পাবলিকেশন এর শেষ প্রস্তুুতি চলছে। ফ্লোরিডার ৩য় ফেয়ার এন্ড ফেস্টের উদ্যেক্তা
তারেক মাহমুদ জানান, সকলের সাড়া পেয়ে ভাল লাগছে। অনেক বড় আয়োজন আরো কিছু স্পন্সর দরকার। আশাকরি
সকলের সহযোগীতায় ফ্লোরিডার আয়োজন ভাল হবে। তিনি আরো জানান কনভেনর আনোয়ার হোসেন সেন্টু ও কনভেনর
নাজিমউল্লাহ লিটন এর সহযোগীতা পাচ্ছি। সাথে মিডিয়া টীমের সহযোগীতায় সারা আমেরিকার সবাই জানেন ফ্লোরিডার
ফোয়ার এন্ড ফেস্ট। অনেকেই যোগাযোগ করছেন। স্টেট রিপ্রেজেন্টটিভ ডেভিস মুরালাস, মায়ামী কনসাল জেনারেল
ইকবাল আহমদ ও জনপ্রিয় নায়িকা মৌসুমী সহ বেশ কিছু অতিথি থাকবেন। তারেক মাহমুদ আরো জানান, নিউইয়র্ক এর
টীম অসাধারন সহযোগীতা করছেন। সকলকে টীমের পক্ষ থেকে শুভেচ্ছা।
ফ্লোরিডার নাম শুনলে অনেকেই আবেগী হয়ে উঠেন। বীচের রাজধানী ফ্লোরিডার মায়ামীর পাশেই ক্লিয়ারওয়াটারে বসছে
প্রবাসীদের মিলন মেলা থ্যাংকসগিভিং উইকএন্ড এ।
তৃতীয়বারের মতো আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ার ওয়াটার ২০২৩।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর, ফ্লোরিডার ক্লীয়ার ওয়াটারে ওয়া্র্ল্ড ফেয়ার এন্ড ফিস্ট এ দেশ বিদেশের শত শত প্রবাসী উপস্থিত
থাকবেন। ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ক্লিয়ার ওয়াটার প্রোগ্রামের উদ্দেশ্য হল বিভিন্ন দেশি বিদেশি ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী
এবং তরুণ প্রজন্ম একত্রিত হয়ে আনন্দময়, শিক্ষনীয় একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরীর লক্ষ্যে কাজ করা। আমেরিকার
নানা শহরে আমাদের দেশের প্রবাসী বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, নানা প্রফেশনালরা নানা শহরে গুরুত্বপূর্ণ ভুমিকা
রাখছেন। তাদের সকলকে একত্রিত করে বছরে একবার বা একাধিকার ভিউ এক্সচেঞ্জ এর ভুমিকা তেরী করা।
এরই ধারাবাহিকতায় তৃতীয় কনভেশন ক্লিয়ার ওয়াটারে অনুস্টিত হবে ২৫ – ২৬ নভেম্বর। এরই মধ্য নানা শহরের
প্রবাসীরা এই প্লাটফর্ম এ সংযুক্ত হয়েছেন। আপনি ও আপনারাও জড়িত হয়ে এটাকে বেগবান করতে পারবেন। ২ দিন ব্যাপী
কনভেশন এ থাকবে গুনি ব্যাক্তিত্বদের সম্মামনা, ডিনার ক্রুজ, কনসুলেট সেবা, টেলেন্ট হান্ট সহ ২০ টি সেগমেন্ট।
ম্যাগাজিনে এড দিতে আগ্রহীরা ৩০০ ডলার থেকে ৫০০০ ডলারে বিজনেস ডেভল্যাপ এর সুযোগ পাবেন। ওয়া্র্ল্ড ফেয়ার
এন্ড ফেস্টে ৯ টি ওপশনে অতিথীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। পুরো অনুস্টানে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে প্রথম
আলো উত্তর আমেরিকা ও আর টিভি। টাইটেল স্পন্সর হিসাবে থাকছে এনাকন লিজিওন।
নয়নাভিরাম ক্লিয়ার ওয়াটার ফ্লোরিডার সবচেয়ে আকর্ষনীয় বীচ। সেখানে ২ দিন ব্যাপী প্রবাসীদের মিলনমেলায় থাকবে
বাংলাদেশের ও আমেরিকার জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা।
২৫ শে নভেম্বর সকাল ১০ টায় শুরু হবে ১ ম দিনের ওপেনিং সিরিমনি শেষ হবে রাত ১১ টায়। প্রথম দিন থাকছে কাউন্ট্রি
প্রেজেন্টেশন,ওয়ার্কশপ,এওয়ার্ড এন্ড রিকেগনিশন,রাফেল ড্র, মি: এন্ড মিসেস ফেয়ার এন্ড ফেস্ট কম্পিটিশন,কালচারাল
নাইট,গালা নাইট, বিজনেস সেমিনার, প্রি এন্ড পোস্ট ট্যুর, বিজনেস কনফারেন্স, বিটুবি নেটওয়ার্ক, টেলেন্ট হ্যান্ট, প্রডাক্ট
লাঞ্ছিং, ইন্টারন্যাশনাল কালচারাল শো।
২৬ শে নভেম্বর ক্রুজ ট্রিপ এট ক্লিয়ার ওয়াটার হারবার এন্ড মিউজিক শো এন্ড ডিনার।
৯ টি অপশনে ১০ ডলার থেকে ১৫ ডলার ২০ ডলার টিকেট থাকছে। ৮৯ ও ১০০ ডলারে ক্রুজ ডিনার। ২৯৯ ডলারে এন্ট্রি
পাস,সুভেনীর,রাফেল টিকেট ও ম্যাগাজিনে পিকচার। ৫০০ ডলার থেকে ১০০০ ডলারে্ ২ রাত হোটেলে থাকা সহ ফ্যামিলী
প্যাকেজে ও ২ দিনের ফেয়ার ফেস্ট উপভোগের সুযোগ।
২ দিন ব্যাপী কনভেনশন এর সফলতায় ফ্লোরিডার নানা শহরে ও নিউইয়র্ক একাধিক প্রস্তুুতি সভা চলছে। অনেকেই হোটেল
ও ডিনার ক্রুজ এর আগাম টিকেট কিনেছেন।
যারা এখনও হোটেল বুকিং, ক্রুজ ডিনার ও স্পন্সর করতে আগ্রহী ও কনভেনশনে ভুমিকা রাখতে আগ্রহী তারা যোগাযোগ
করতে পারেন 321 900 6125, 321 946 1638, 407 832 2882, 321 295 3803
মায়ামী কনসুলেট এর টীম কনসুলেট সেবা দিবে কনভেনশনে হলিডে ইন হোটেল এন্ড সুইটস ক্লিয়ারওয়াটার ফ্লোরিডাতে।
হলিডে ইনে দুই দিন ব্যাপী কনভেশন চলবে। আয়োজনে এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট ইউ এস এ ইনক