দি মারিয়ার কোচিংয়ে চোখ

দি মারিয়ার কোচিংয়ে চোখ

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন দি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জিতে গত
জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। ক্লাঙ্ক মিডিয়ায় প্রকাশিক সোমবার এক সাক্ষাৎকারে বললেন নিজের
ভবিষ‍্যৎ নিয়ে।
“কোচ হওয়ার জন‍্য আমি কোর্স করছি। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে ভিন্নভাবে
দেখতে শুরু করেছি ও বিশ্লেষণ করছি।”
“কেবল খেলোয়াড়ের দিক থেকেই নয়, একজন কোচের দৃষ্টিকোণ থেকেও আমি দেখছি। আমি জানি, কোচিং করানো অনেক বেশি
কঠিন হবে, কারণ এটা অনেক বেশি (সময় ও শ্রম) নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে
যাবেন।”
“যখন অবসর নেব, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইব। এরপর হয়তো এটা (কোচিংয়ে চোখ দেওয়া) সম্ভব হতে পারে।”
জাতীয় দলকে বিদায় বলে দেওয়া আনহেল দি মারিয়ার দুই দশকের ফুটবল ক‍্যারিয়ার নিশ্চিতভাবেই শেষের দিকে। বুট জোড়া তুলে
রাখার পর কী করবেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড? এক সাক্ষাৎকারে ভবিষ‍্যত নিয়ে নিজেই আভাস দিলেন তিনি। বললেন,
যুক্ত হতে পারেন কোচিংয়ে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *