দুই যুবকের লাশ উদ্ধার অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা

দুই যুবকের লাশ উদ্ধার অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা


ছবি: অনলাইন থেকে সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে
উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার চরকানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল
ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, ১৯ ডিসেম্বর চোরাপথে তারা ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ
করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এর পর
থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে— তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন তারা।
এ সময় তাদের মৃত্যু হতে পারে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কিনা সেটি এখনো জানা যায়নি।
সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত বলা যাবে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *