দেশে মুক্তি পাচ্ছে, ‘ডাঙ্কি’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

দেশে মুক্তি পাচ্ছে, ‘ডাঙ্কি’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরেই ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ডাঙ্কি’। তবে সেন্সর
প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব করতে হচ্ছে এ দেশের দর্শককে। সন্ধ্যা ৭টা থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিশ্চিত করলেন । তিনি বললেন, “এই মুহূর্তে ছবিটির
সেন্সর প্রদর্শনী চলছে। ছবিটা যেহেতু সামাজিক গল্পের, সুতরাং কোনও কর্তন ছাড়াই আমরা ছাড়পত্র পাবো আশা করছি।
আর সন্ধ্যা ৭টায় দেশের হলে ‘ডাঙ্কি’ মুক্তি পাবে।”
দেশের ৪৬টি হলে দেখা যাবে আলোচিত এই ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা,
ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাস, মনিহার, বিজিবি অডিটোরিয়াম, মধুমিতা, সিলভার স্ক্রিন, লিবার্টি
সিনেমা, রাজ তিলক, সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, রুটস সিনেমা, নিউ গুলশান ইত্যাদি।
‘ডাঙ্কি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি
কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি।
যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স
অফিস বিশ্লেষকরা।
এক বছরে তৃতীয় সিনেমার সুবাদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ঢুকছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত মে মাসে শাহরুখ
খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পাঠান’ মুক্তির পেয়েছে ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *