ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সাধারণত বলিউড অভিনেতা রণবীর কাপুরের ভাবমূর্তি শান্ত ও স্থির। পর্দায় যে কোনো চরিত্রে তিনি সাবলীল হলেও
বাস্তবে প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন এ অভিনেতা। তাঁকে বিয়ে করার পরে নাকি আলিয়া
ভট্টও নীচু স্বরে কথা বলার অভ্যেস করেছেন । কিন্তু এ বার সেই রেকর্ড নিজেই ভাঙলেন রণবীর। ক্যামেরার
সামনেই চিৎকার করে উঠলেন। প্রকাশ্যে ধাক্কা দিলেন এক ব্যক্তিকে । ঠিক কী ঘটেছিল সেদিন?
আলিয়ার মা সোনি রাজদানের জন্মদিনের পার্টি ছিল মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়। পৌঁছে গিয়েছিলেন আলিয়া ও
রণবীরও। পার্টি শেষে রেস্তোরাঁ থেকে শ্বশুর মহেশ ভাটকে বার করে গাড়িতে তুলে দেন রণবীর। তার কিছুক্ষণ পরেই
স্ত্রী আলিয়াকে নিয়ে রেস্তোরাঁ থেকে বেরোন অভিনেতা। তখনই সমস্যার সূত্রপাত। আলিয়াকে দেখেই ধেয়ে আসেন
ফটোসাংবাদিকরা।
আলিয়াকে ঘিরে ধরার চেষ্টা করতেই ফটোসাংবাদিকদের ওপর মেজাজ হারান রণবীর। চিৎকার করে ওঠেন তিনি। কড়া
ভাষায় বলেন, কী করছেন আপনারা? এটা কী হচ্ছে, এখনই সরে যান এখান থেকে। কথায় কাজ না হলে রণবীর আরও
রেগে যান। এক ফটোসাংবাদিকের হাত টেনে ধরে ধাক্কা দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেন তিনি। তার পর স্ত্রীকে
গাড়িতে উঠিয়ে নিজেও গাড়িতে ওঠেন রণবীর।
অভিনেতাকে এই রূপে দেখে অবাক তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই মজা করে বলেছেন—রণবীরের মধ্যে ‘অ্যানিমেল’-
এর রণবিজয়ের চারিত্রিক বৈশিষ্ট্য রয়ে গেছে। ফটোসাংবাদিকদের সমালোচনাও করেছেন রণবীরের ভক্তরা।
উল্লেখ্য, আগামীতে রণবীরের হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘রামায়ণ’-এর মতো ছবি। অন্যদিকে আলিয়াকে কিছু
দিন আগেই দেখা গেছে ভাসান বালার ছবি ‘জিগরা’-তে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত