ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী। ‘দ্য ডার্টি পিকচার’ ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন
অভিনেত্রী। যদিও সিগারটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন বিদ্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হত। তাতেই
সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। দিন তিনটে করে সিগারেট লাগত অভিনেত্রীর। তবে সেই আসক্তি নাকি
উপভোগই করতেন অভিনেত্রী।
বিদ্যা বলেন, ‘‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা ভাল লাগত। কলেজ যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে
থাকতাম, আশেপাশে যাঁরা ধূমপান করতেন, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’’
অবশ্য এখন পুরোপুরি স্বাস্থ্যের কারণে সিগারেটের প্রতি আসক্তি জীবন থেকে বিদায় দিয়েছেন বিদ্যা বালন ।
‘দ্য ডার্টি পিকচার’-এ ‘সিল্ক স্মিতা’র চরিত্রে অভিনয়ের সুবাদেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিদ্যা।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত