ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিং নিয়ে ৫ উইকেটে করে ১৩৪ রান। রান তাড়ায় বাংলাদেশ ১৭.১ ওভারে ৮৭
রানে অলআউট হয়ে হেরেছে ৪৭ রানে। এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খোয়ানো বাংলাদেশে এ বছর খেলা তিনটি টি-টোয়েন্টি
সিরিজেই হারল। এর আগে মার্চ-এপ্রিল-মেতে ঘরের মাঠেই অস্ট্রেলিয়া ও ভারতের কাছে ধবলধোলাই হয়। সব মিলিয়ে ঘরের মাঠে
টানা ১০ ম্যাচ হারলেন নিগার সুলতানারা।
আইরিশদের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন লরা ডেলানি। ২৫ বল খেলেই দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন ওরলা
প্রেন্ডারগাস্ট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২ উইকেট। ২১ বলে ২০ রান করে স্বর্ণা
ফেরার পর আর ১৭ রানই যোগ করতে পারে বাংলাদেশ। ৪৩ বলে সর্বোচ্চ ৩৮ রান করে অষ্টম ব্যাটার হিসেবে ফেরেন আইসিসি
নভেম্বর মাসের মাসসেরার মনোনয়ন পাওয়া শারমিন। ৮৭ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার টাটকা স্মৃতি সঙ্গী করেই সিলেটে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে
গিয়ে উল্টো অভিজ্ঞতাই হচ্ছে নিগার সুলতানার দলের। প্রথম টি-টোয়েন্টির পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আইরিশদের কাছে
হেরে গেছে বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডের জয়। টানা দুই ম্যাচ হারা বাংলাদেশের মেয়েদের
এখন চোখ রাঙাছে ধবলধোলাই।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত