নিতে পারল না বাংলাদেশ আইরিশদের দেওয়া একের পর এক সুযোগ

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বাংলাদেশের ১২ বলে ১৮ রানের সমীকরণ তাতে বেড়ে দাঁড়ায় ৬ বলে ১৮ রান। অন্যপ্রান্তে ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকা
শারমিন আকতার শেষ ওভারে এই কঠিন সমীকরণ মেলাতে পারেননি।
১৭০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৫৭ রানে থেমে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ১২ রানে। তাতে হাতছাড়া হয়েছে
বাংলাদেশের মেয়েদের আরও একটি রেকর্ড গড়ার সুযোগ।
শেষ দুই ওভারে রান লাগত ১৮। ওরলা প্রেনডারগাস্টের করা ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড স্বর্ণা আকতার। সেই ওভারেরই
চতুর্থ বলে রিতুমনি আউট হওয়ার আগে খেলেন দুটি ডট বল। জান্নাতুল ফেরদৌস খেলেন আরও দুই ডট।টি-টোয়েন্টি ক্রিকেটে
বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে। ২০২৩ সালে ১৪৫ রান তাড়া করে জেতেছিল বাংলাদেশ।
আজ আইরিশ মেয়েদের ১৬৯ রান তাড়া করে জিতলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটা নতুন করে লিখতে পারত বাংলাদেশ
নারী দল। এর আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে আসে ঘরের
মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।
আইরিশ ফিল্ডাররা এত বেশি ক্যাচ ছেড়েছেন যে হিসাব রাখাই কঠিন হয়ে যাচ্ছিল। বেশ কয়েকটি রানআউটের সুযোগও মিস করেছে
তারা।
এর আগে আয়ারল্যান্ডও বড় সংগ্রহ তুলেছে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পল শতরানের জুটির সুবাদে।
মাত্র ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়েন এই দুজন। টি–টোয়েন্টিতে তৃতীয় উইকেটে যা আয়ারল্যান্ড নারী দলের সর্বোচ্চ জুটি। লুইস
৪২ বলে ৬০ রান করে আউট হলেও পল অপরাজিত ছিলেন ৭৯ রানে।
অবশ্য আয়ারল্যান্ডের সংগ্রহটা আরও বড় হতে পারত। ইনিংসের প্রথম ১৬ ওভারে ১৪১ রান করা আইরিশরা শেষ ৪ ওভারে
তুলেছে ২৮ রান। ফারিহা তৃষ্ণা লুইসকে বোল্ড করে রানের গতি থামিয়ে দেন। লুইস-লিয়া জুটি ৯ ওভার থেকে ১৬ ওভার পর্যন্ত
রীতিমতো ঝড় তোলেন। এই সময়ে দুজনে মিলে করেছেন ৮৫ রান।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *