ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে কজন নির্মাতা ও শিল্পী প্রকাশ্যে সমর্থন
জুগিয়েছেন , তাঁদের মধ্যে অন্যতম মাসুদ হাসান উজ্জ্বল। চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও উজ্জ্বল মূলত একজন
মিউজিশিয়ান। যেটা তাঁর নির্মাণেও টের পাওয়া যায়, সংগীতের দারুণ উপস্থিতি থাকে। ব্যান্ড ‘মেঘদল’-এর সদস্য ছিলেন তিনি।
একসময় ‘মেঘদল’ থেকে সরে দাঁড়িয়েছেন, নির্মাণে ব্যস্ত হয়েছেন। বিজ্ঞাপন বানিয়েছেন দীর্ঘদিন। একসময় চলচ্চিত্র
নির্মাণে মনোযোগ দেন, প্রথম সিনেমায়ও প্রশংসা কুড়িয়েছেন বেশ। ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের সেই কাজেও সংগীতশিল্পী
উজ্জ্বলের উজ্জ্বলতার দেখা মিলেছে
উজ্জ্বল ‘ওমকার’ প্রসঙ্গে বলেন, ‘প্রায় ৬ মাস হলো নতুন ব্যান্ড ফর্ম করেছি। নিয়মিত প্র্যাকটিসও করছি, অ্যালবামেরও
প্রস্তুতি চলছে। পরিকল্পনা ছিলো ডিসেম্বর নাগাদ একটা শোয়ের মাধ্যমে ব্যান্ডটির ঘোষণা করবো। কিন্তু ধামরাইয়ের
ছাত্ররা বন্যা দুর্গতদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আমন্ত্রণ জানানোতে না করতে পারলাম না। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায়
ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আমাদের অভিষেক হয়ে যাচ্ছে।’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত