নীলচক্র’র আন্তর্জাতিক প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

নীলচক্র’র আন্তর্জাতিক প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী জুটি বেঁধেছেন ‘নীলচক্র’ সিনেমায়। গত বছরের শেষ দিকে এই সিনেমার খবর প্রকাশ্যে আসে।
সিনেমাটি নির্মাণ করেছেন মিঠু খান। এরপর শুটিংও শেষ হয়েছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। তবে দেশের
প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আগেই গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয়েছে এর
আন্তর্জাতিক প্রিমিয়ার। এমনটি জানিয়েছেন ছবির পরিচালক।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার
দায়িত্বে থাকা জে জে রজার্স।
লাস ভেগাসের আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে এ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
নির্মাতা জানান, প্রদর্শনী শেষে দর্শকরা প্রশংসা করেছেন ছবিটি নিয়ে। এবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির প্রস্তুতি
নেওয়া হচ্ছে। শিগগিরই দেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘সিনেমাটির মুক্তির জন্য আমিও অপেক্ষায় আছি। প্রথম সিনেমা দিয়ে সবার বাহবা পেয়েছি। আশাকরি
এটিও সবার পছন্দ হবে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রিমিয়ারে সবাই সিনেমাটির প্রশংসা করেছে। তাতে প্রত্যাশা আরও বেড়ে
গেছে।’
নির্মাতা আরও বলেন, ‘নীলচক্র মুক্তির জন্য আমরা প্রস্তুত, সার্বিক বিবেচনায় কিছুদিন অপেক্ষা করতে চাই। এখনো দেশে
সিনেমা মুক্তির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। আশা করছি, আগামী দু-এক মাসের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে। আমরা
প্রাথমিকভাবে একটা ডেট নির্ধারণ করেছি, তবে এখনই তা প্রকাশ করতে চাইছি না। আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা
করব।’
এতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীসহ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা,
শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ ছাড়া এ সিনেমায় মাধ্যমে প্রথমবার
বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী বালামকে।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *