‘নীল চোক্রো’ আরিফিন শুভর ফার্স্ট লুক পোস্টার

‘নীল চোক্রো’ আরিফিন শুভর ফার্স্ট লুক পোস্টার

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘নীল চোক্রো’ (ব্লু গ্যাং) ছবির ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা হয়েছে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মিঠু খানের পরিচালনায় ছবিটির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা।

“নীল চকরো নীল হবে নাকি রক্ত লাল হবে তা দেখার অপেক্ষায়… আসছে “নীল চকরো”। ফার্স্ট লুক পোস্টার!”, পোস্টারের
সাথে শুভ লিখেছেন।
প্রথম পোস্টারে একটি জিগস পাজল দেখানো হয়েছে যেখানে শুভর মুখ দেখা যাচ্ছে। ছবিতে অভিনেতাকে রহস্যময় দেখাচ্ছে।
ছবির মাঝখানে, বেশ কয়েকটি অনুপস্থিত ধাঁধার টুকরা অন্য মুখের পরামর্শ দেয়।
এর আগে শুভ বলেন, ‘নীলচক্রে সমসাময়িক গল্প দেখতে পাবেন দর্শকরা। গল্পের প্যাটার্ন অন্ধকার, এর সাথে আরও অনেক
কিছু আছে।”
ছবিটি যৌথভাবে রচনা করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। “নীল চকরো” প্রযোজনা করেছে ফিল্ম ফায়োস প্রোডাকশন
এবং উপস্থাপনা করেছে ফিল্ম লাইফ প্রোডাকশন।
ছবিতে আরও অভিনয় করেছেন মিঠু খান, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, মনির আহমেদ শাকিল,
খালেদা আকতার কলপনা, শাহেদ আলী, টাইগার রবি, প্রিয়ন্তী উরবী, পারভিন পারু, মাসুম রেজওয়ান প্রমুখ।
আরিফিন শুভকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছর বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’-এ। ছবিটিতে তিনি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *