ছবি: অনলাইন থেকে সংগৃহীত
ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও। অভিনয় গান দুটি সমান তালেই চলে
তার। নতুন সিনেমা না থাকলেও আলোচনায় আছেন তিনি। তবে অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই
ঢালিউডের এই নায়িকার।এই আলোচনা একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার কারণে। সম্প্রতি সেই অ্যাপের একটি গানেও
দেখা গেছে তাকে। গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া।
বাংলাদেশের আইনে যে কোনো ধরনের বাজি ও জুয়া নিষিদ্ধ। এমনকি সেসবের প্রচার-প্রচারণার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা।
নুসরাত ফারিয়ার মতো অভিনেত্রীকে জুয়ার সাইটের বিজ্ঞাপনে দেখে বিস্মিত অনেকেই।
এরাগেও জুয়ার অ্যাপে বিজ্ঞাপনে নাম যুক্ত হয়েছিল নুসরাত ফারিয়ার। তখন তিনি জানান, আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু
ভারতেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও, বিষয়টি কি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো
সদুত্তর দিতে পারেননি। বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন।
২০২২ সালে সাকিব আল হাসান বেটিং-সংশ্লিষ্ট ওয়েবসাইট ‘বেট উইনার নিউজের’ পণ্যদূত হয়ে ব্যাপক সমালোচনার মুখে
পড়েছিলেন। দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তখন নিয়েছিল শক্ত
অবস্থান। বিসিবির চাপে সাকিব বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন।
এদিকে জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়া এবং সদ্য প্রকাশিত গানটি সম্পর্কে জানতে নুসরাত ফারিয়ার সঙ্গে একাধিকবার
যোগযোগ করার একাধিকবার কল করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত