ছবি: অনলাইন থেকে সংগৃহীত
সম্প্রতি চাউর হয়েছে নতুন প্রেম উঁকি দিয়েছে অভিষেক বচ্চনের জীবনে। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিচ্ছেদ সমালোচনা যেন থামছেই না। একসময়ের শীর্ষ
অভিনেত্রী ঐশ্বরিয়া, যার রূপে ও গুণে ঘায়েল ছিল লাখো তরুণ। আজ তার সংসার ভাঙনের মুখে।
জানা গেছে, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত
সম্পর্কে জড়িয়েছেন অভিষেক বচ্চন। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখন পর্যন্ত এ প্রসঙ্গে কেউ কোনো কথা
না বললেও ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের মাঝে নিমরত কৌরের যে প্রবেশ ঘটেছে, তা অনুমেয়।
জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন স্ত্রী। এমনই জানিয়েছিলেন অভিষেক। পাশে বসে মন দিয়ে তাঁর কথা
শুনছিলেন নিমরত। অভিষেক বলেছিলেন, “আমার স্ত্রী সত্যিই ব্যতিক্রমী। সবসময় আমার পাশে থেকেছে। আমি ও
আমার গোটা পরিবার তাই নিজেদের সৌভাগ্যবান মনে করি। চলচ্চিত্র জগতের মানুষ ঐশ্বর্যা। সেটা আমার কাছে
সবচেয়ে বড় প্রাপ্তি। তার কারণ, ও সবটা বুঝতে পারে। ও আমার চেয়েও আগে থেকে এই জগতে রয়েছে। তাই দিন শেষে
বাড়ি ফেরার পর কেউ যদি বুঝতে পারে, আমি একটা খারাপ দিন কাটিয়ে এসেছি, সেটা আমার কাছে বড় পাওনা।”
ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক আরও বলেছিলেন, “জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই
বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। আমরা খুবই সংবেদনশীল। তাই এমন
পরিস্থিতি আসে, যখন মনে হয় আমরা রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনও করতে
দেখিনি। ঐশ্বরিয়ার মতো সঙ্গী পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ।”
এ ছাড়া অন্য আরেকটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছিলেন নিমরত কৌর। অভিনেত্রী জানিয়েছিলেন, তাকে বহু
সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়— এখনো তিনি বিয়ে করেননি কেন? বরং তিনি কেন বিয়ে করতে চান না, সেটি নিয়ে কেউ
কখনো প্রশ্ন করে না।
নিমরত বলেন, তার বিয়ে করার ইচ্ছে নেই— এমন নয়। কিন্তু সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই তিনি বিয়ে
করবেন। বিয়ে নিয়ে তাই আলাদা করে তার কোনো পরিকল্পনা নেই।
২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের
সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের। আজকাল মিলনের চেয়ে
বিচ্ছেদের গুঞ্জন বেশি শক্তিশালী সেখানে। ক্রমশ পাল্টাচ্ছে রঙ।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত