পররাষ্ট্র সচিব ও শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব ও শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: অনলাইন থেকে সংগৃহীত
মঙ্গলবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়
নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার এইচ ই ধর্মপাল বীরাক্কোদি।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকারসমূহের রূপরেখা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। এসময় পররাষ্ট্র সচিব ও
হাইকমিশনার উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পররাষ্ট্র
দফতরের পরামর্শ অনুষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন।

হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন, শ্রীলঙ্কায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর
শ্রীলঙ্কা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের অব্যবহৃত
সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয় পক্ষ শিগগিরই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত
আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।
পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়ই দুই দেশের মধ্যে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করেন। তারা
উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা বিষয়ক চুক্তি চূড়ান্ত করার ওপর
জোর দেন।
উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেয়।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *