ছবি: অনলাইন থেকে সংগৃহীত
বুধবার রাতেই আহত অবস্থায় ছেলে পূণ্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার
চিত্রনায়িকা পরীমণি। যেখানে দেখা গেছে, নায়িকার সন্তানের চোখ ফুলে বন্ধ হয়ে গেছে, চোখের ওপরটা লাল হয়ে
আছে।
পরীর জীবনের পূর্ণতা তাঁর ছোট্ট পদ্ম পুণ্য। অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে আর মেয়েকে নিয়ে কাটছে
নায়িকার দিন। কিন্তু হঠাৎই দুঃসংবাদ। বুধবার রাতে আহত অবস্থায় ছেলে পুণ্যের একটি ছবি সামাজিক
যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, পুণ্যের একটি চোখ ফুলে বন্ধ হয়ে আছে প্রায়,
ওপরের দিকটা লাল।
পরীমণি লিখেছেন, আপনার অনেকেই হয়তো জানেন যে, গত ২৯ তারিখ আমার প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-
এর ট্রেলার লঞ্চিংয়ের আয়োজন ছিলো। সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি বা নিতে চাইনি। তার অনেকগুলো
কারণের মধ্যে একটি হলো, আমি আসলেই চাইনি আমার বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত ক্রাউড ফেইস করুক।
দ্বিতীয়ত, আমি আমার ছেলের জন্য দ্বায়িত্বরত তিনজন মানুষের একটা সুন্দর/প্রপারলি দ্বায়িত্ববোধ দেখতে
চেয়েছিলাম। কিন্তু আমি ফেইলড! আমার ছেলে টা ইনজুরড।
ছেলে কীভাবে ব্যাথা পেয়েছে সেটা এখনও জানতে পারেননি উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, স্বাভাবিকভাবেই আমি
সবার কাছে জানতে চেয়েছি- ইঞ্জুরড কিভাবে হয়েছে? কেউই সত্যি/ঠিকভাবে কোনো উত্তর দেয়নি! তাদের একটাই
উত্তর, ‘আমি/আমরা কিছু জানিনা। কই কি হইছে দেখি তো!’
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত