পিটিয়ে হত্যা ছিনতাইকারী সন্দেহে

পিটিয়ে হত্যা ছিনতাইকারী সন্দেহে


ছবি : ইন্টারনেট থেকে সংগ্রহীত
ফতুল্লার পূর্বনগর এলাকায় ছিনতাইকারী সন্দেহে কৃষ্ণা নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একজনের কাছ থেকে কৃষ্ণা ও তার লোকজন ছিনতাই করছিলেন। এ সময় ডাক-
চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে সঙ্গীরা পালিয়ে যায়। তখন কৃষ্ণাকে বাঁশ ও লাঠি দিয়ে
গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কৃষ্ণা তার ৫-৬ জন সঙ্গী নিয়ে ইজিবাইক দিয়ে দেওভোগসহ আশপাশের এলাকায়
ছিনতাই করেন। অনেকেই প্রতিবাদ করে কৃষ্ণার হুমকি-ধমকির শিকার হয়েছেন। এতে অনেক দিন ধরেই
এলাকাবাসী কৃষ্ণার ওপর ক্ষুব্ধ ছিলেন। 
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে
কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। কারা হত্যা করেছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তথ্য সূত্র : অনলাইন থেকে সংগ্রহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *