ছবি: অনলাইন থেকে সংগৃহীত
আদৃত রায় মূলত ছোটপর্দার হাত ধরে আদৃত জনপ্রিয়তা পেলেও তার ক্যারিয়ার শুরু হয়েছিল মূলত বড়পর্দার হাত ধরেই।
শুটিং করার সময় পূজা চেরির জীবন বাঁচিয়েছিলেন আদৃত রায়। সেদিন জলে ডুবে মৃত্যু পর্যন্ত হতে পারত
অভিনেত্রী পূজা চেরির। তবে পূজার প্রাণ বাঁচিয়েছিলেন ছবির নায়ক আদৃত।
২০১৮ সালে মুক্তি পায় আদৃত রায় প্রথম ছবি ‘নূরজাহান’। ছবিতে আদৃতের বিপরীতে অভিনয় করেছিলেন পূজা চেরি। সে
সিনেমাটির শুটিং করার সময় এক ভয়ংকর দুর্ঘটনা ঘটতে চলেছিল। শুটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডুবে মৃত্যু হতে পারত পূজা
চেরির! তবে সেদিন পূজার প্রাণ বাঁচিয়েছিলেন আদৃত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনা বলতে গিয়ে আদৃত বলেন, ‘নূরজাহান আমার ছবি, তাই সেই ছবির শ্যুটিংয়ের
তেমন একটাও ঘটনা নেই, যেটা আমি ভুলে গিয়েছি। আমরা মুর্শিদাবাদে শ্যুট করছিলাম, একটা দৃশ্য ছিল পূজা জলে ঝাঁপ
দেয়। আর সেসময় আমিই ওকে গিয়ে বাঁচাই। যদিও দৃশ্যটা আসলে ছিল জাহান-ই নূরকে বাঁচাবে। এদিকে পূজা একেবারই
সাঁতার জানে না। শ্যুটিংয়ের সময় আমি দেখছি পূজা জলে ঝাঁপ দিয়েছে। আসলে দৃশ্যে আমার ডায়ালগ ছিল বাঁচাও বাঁচাও…।
এদিকে পূজা জলে ঝাঁপানোর পর আমিও ঝাঁপিয়েছি, তখন দেখি ওই বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। এদিকে আমি অভিদার
(পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়) দিকে তাকিয়ে বলছি ও আমার ডায়ালগ কেন বলছে? তখন অভিদা বলছে, আরে নাহ, ও
সত্যিই ডুবছে, বাঁচা ওকে। তখন ওকে গিয়ে তুলি। ওই ঘটনাটা সত্যিই আমার ভীষণভাবে মনে আছে।’
আদৃত ২০১৯-এ ‘প্রেম আমার-২’তেও নায়কের চরিত্রে ছিলেন আদৃত। এছাড়াও ২০১৯-এ ‘পরিঁণীতা’ এবং ‘পাসওয়ার্ড’
ছবিতেও গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছিলেন । তবে সিনেমার দুনিয়ায় সেভাবে সাফল্য আসেনি। তবে ২০২১ থেকে শুরু
হওয়া জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পান আদৃত রায়।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত