ছবি: অনলাইন থেকে সংগৃহীত
প্রথমবারের মতো একমাত্র কন্যাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া । এর আগে মেয়েকে প্রকাশ্যে আনেননি এ তারকা
দম্পতি। ২৫ ডিসেম্বর রণবীর-আলিয়া ভক্তদের সামনে মেয়ে রাহাকে হাজির করেছেন। সবার আগ্রহ ছিল রণবীর-আলিয়ার
প্রিয় কন্যাকে দেখার। অবশেষে আলিয়া ভাট ও রণবীর কাপুর সবার ইচ্ছে পূরণে কন্যা রাহাকে নিয়ে এলেন সবার সামনে।
রণবীর-আলিয়ার পক্ষ থেকে এটি ভক্তদের জন্য বড় উপহার বলা যেতে পারে।
কুণাল কাপুরের বাড়িতে ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চে অংশ নেওয়ার জন্য প্রবেশ করার সময় মেয়েকে নিয়ে ক্যামেরাবন্দি
রণরীর-আলিয়া। তারা গাড়ি থেকে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। এত ক্যামেরার ঝলকানিতে খানিক হয়তো
কিছুটা অবাকই হয়েছে রাহা। বড় বড় চোখ করে চারিদিকে দেখতে থাকে সে।
মায়ের সঙ্গে মিলিয়ে লাল রঙের পোশাক পরেছিল রাহা। ক্রিসমাস আবহের পোশাকে মিষ্টি দেখাচ্ছিল রাহাকে। মাথায় দুটো
ঝুঁটি, মুখ চেপে হতবাক ছোট্ট রাহা। এ সময় তাকে দেখে আনন্দে আত্মহারা হন ভক্তরা। রণবীর-আলিয়াকে ছাপিয়ে তারকা
হয়েছেন রাহার। কারণ সবার দৃষ্টি ছিল তার প্রতি।
রাহার বয়স এখন একবছর।চলতি বছরের ৬ নভেম্বর প্রথম জন্মদিন ছিল রণবীর-আলিয়ার কন্যা রাহা। গত বছরের
নভেম্বরে বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা সন্তান রাহা। সম্প্রতি ‘কফি
উইথ করণ’-এ আলিয়া জানিয়েছেন তাদের মেয়ে রাহা হচ্ছে রণবীর ও তার মিশেল। রণবীরের বাবা ঋষি কাপুরের মুখের
সঙ্গে মিল রয়েছে রাহার। যদিও ফুফু কারিনা কাপুরের মতে, রাহা দেখতে রণবীরের মতো। রাহা আসলে দেখতে কেমন, তা
দেখার অপেক্ষার অবসান হলো।
তথ্যসূত্র: অনলাইন থেকে সংগ্রহীত