প্রধানমন্ত্রী ফুপাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায়

প্রধানমন্ত্রী ফুপাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায়


ছবি: অনলাইন থেকে সংগৃহীত

ফুপাতো বোন ফিরোজা বেগমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। ফুপাতো বোন ফিরোজা
বেগমকে দেখতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর

বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,
শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান। সেখানে তাঁরা বেশ কিছু সময় কাটান। নিক্সনচৌধুরী প্রধানমন্ত্রীর ফুপাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। তাঁর আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ। ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার বিষয়টি গতকাল রোববার নিজের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেন নিক্সন চৌধুরী।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকালশনিবার রাতে আমাদের বনানীর বাসায়…’
ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ওছেলে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায়। এ ছাড়া আছেন নিক্সন চৌধুরী আর তাঁর স্ত্রী।

২০১৬ সালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিনহোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। তারিন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য।
নিক্সন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য।নিক্সন চৌধুরী
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ২০১৪ সালের ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন।
পরের দুটি নির্বাচনেও নৌকা মার্কার প্রার্থীকে হারিয়ে তিনি সংসদে আসেন। তিনবারই তিনি আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারান।

তথ্যসূত্র: অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *