“প্রিয় মালোতি” মেহজাবিন এর দ্বিতীয় ছবি ঘোষণা করলেন

“প্রিয় মালোতি” মেহজাবিন এর দ্বিতীয় ছবি ঘোষণা করলেন

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত
অনবদ্য অভিনয় দিয়ে লাখো মানুষের মন জয় করা জনপ্রিয় অভিনেতা মেহজাবিন চৌধুরী তার দ্বিতীয় ছবি ‘প্রিয় মালোতি’-
এর ঘোষণা দিয়েছেন।
শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় বড় পর্দায় “প্রিয় মালোতি” চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ফ্রেম পার সেকেন্ড ও চোরকি
যৌথভাবে প্রযোজিত ছবিটি এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে চরকি আয়োজিত মেহজাবিন চৌধুরীর জন্মদিনের এক জমকালো অনুষ্ঠানে এ
কথা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুন, এলিটা করিম, ফ্রেম পার
সেকেন্ডের প্রযোজক আদনান আল রাজীব, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, পরিচালক শঙ্খ দাশগুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে আদনান আল রাজীব বলেন, ‘প্রযোজনা করাটা আমার কাছে একটু আলাদা। এটা শুধু টাকা বিনিয়োগ সম্পর্কে নয়।
এটা আসলে সৃজনশীলদের সাথে থাকা, কারা টার্গেট গ্রুপ হবে, গল্প কেমন হবে, সিনেমার মুক্তি নিয়ে কাজ করা। এটি একটি
সম্পূর্ণ প্রক্রিয়া। আমি প্রক্রিয়ার সাথে থাকতে চেয়েছিলাম। আর দ্বিতীয়ত, ‘প্রিয় মালোতি’ সিনেমায় রয়েছে অনন্য কাহিনী।
শঙ্খ (পরিচালক) আমাদের সাথে শেয়ার করলে সবাই এই গল্পটি পছন্দ করে। এমন গল্প আমরা কখনো দেখিনি। এছাড়াও এই
সিনেমার সাথে মেহজাবিনের যোগ এই সিনেমায় অন্য মাত্রা যোগ করেছে।”

“এই সিনেমার সাথে থাকতে পারাটা আমার জন্য খুবই আবেগের। প্রতিটি সিনেমাই বিশেষ। কাছের মানুষদের নিয়ে সিনেমা
বানানোর আনন্দ কথার বাইরে। প্রতিভাবান পরিচালক, গুণী অভিনেত্রীসহ দারুণ একটি টিম যুক্ত হয়েছে এই সিনেমার সঙ্গে।
এখন সিনেমা হলে দর্শকদের কাছে পৌঁছনোর অপেক্ষায় আছে”, এভাবেই নিজের অনুভূতি শেয়ার করলেন চোরকির সিইও
রেদওয়ান রনি।
পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, “চলচ্চিত্র নির্মাণ সবসময়ই আমার কাছে কঠিন কাজ বলে মনে হয়। কিন্তু ‘প্রিয় মালোতি’-এর
দুই প্রযোজক আমার জন্য কাজটা সহজ করে দিয়েছেন। আমি শুধু প্রোডাকশন আর গল্প নিয়ে ভাবতাম। মেহজাবিনের মতো
একজন অভিনেত্রীকে পরিচালনা করাটাও আনন্দের। এই সিনেমার ক্যামেরার সামনে এবং পিছনে যারা কাজ করেছেন
তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।”
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে এই ছবির শুটিং হয়েছিল। ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে।
ছবিতে মেহজাবিনের সঙ্গে দেখা যাবে নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
তথ্যসূত্রঃ অনলাইন থেকে সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *